আজকাল ওয়েবডেস্ক: হার্দিক পাণ্ডিয়া কি নতুন সঙ্গিনী খুঁজে পেয়েছেন? তাঁর নতুন প্রেম কি জেসমিন ওয়ালিয়া?

পাণ্ডিয়ার 'চিয়ারলিডার' হিসেবে তাঁকেই যে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে। 

নীল পোশাক পরিহিতা জেসমিন ওয়ালিয়া বসেছিলেন ভিআইপি বক্সে। প্রয়োজনের সময়ে পাণ্ডিয়া দ্রত ২৮ রান করে যান। তার মধ্যে রয়েছে তিনটি ছক্কা। 

 

?ref_src=twsrc%5Etfw">March 4, 2025

একটা সময়ে একাধিক ডট বল খেলে চাপ বেড়ে গিয়েছিল। পাণ্ডিয়া পর পর ছক্কা মেরে সেই চার লাঘব করেন। পর পর দু'বলে দুই ছক্কার পরে দেখা যায় জেসমিন উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। 

হার্দিকের সঙ্গে নাম জড়িয়েছে জেসমিনের। নাতাসার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর পরই তাঁকে নিয়ে খবর হয় সংবাদমাধ্যমে। বেশ গোপনেই চলছিল দু'জনের রোম্যান্স। গ্রিসে পাণ্ডিয়ার সঙ্গে দেখা যায় জেসমিন ওয়ালিয়াকে। 

?ref_src=twsrc%5Etfw">March 4, 2025

এখন দেশের খেলা থাকলে স্ট্যান্ডে জেসমিন ওয়ালিয়াকে দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিতে হার্দিকের ছক্কা দেখার পরে জেসমিন করতালি দিচ্ছেন, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কেউ লিখেছেন, পর পর দু'বলে হার্দিক পাণ্ডিয়া ছক্কা মারার পরে তাঁর বান্ধবীর  প্রতিক্রিয়া। 

আরেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, হার্দিক পাণ্ডিয়ার ছক্কা দেখার পরে রানি জেসমিন ওয়ালির প্রতিক্রিয়া।